বাংলাদেশ ও মালয়েশিয়া প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট বিনিময় চুক্তি সই করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের সরকারি সফরের প্রথম দিনে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ড. ইউনূস। সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
নোট বিনিময় চুক্তিগুলো উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে হয়। অন্যদিকে সমঝোতা স্মারকগুলো প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন, কৌশলগত গবেষণা সহযোগিতা, প্রযুক্তি ও বাণিজ্য খাতে অংশীদারিত্ব এবং ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়।