জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার, দাবি নয় অধিকার’, ‘যোগ্যতা আছে প্রাপ্যতা নেই, লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘প্রশাসনিক শিক্ষা ক্যাডারের হাত ধরে দেশ গড়বো নতুন করে’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, লোকপ্রশাসন বিভাগে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও নীতি-নির্ধারণ সম্পর্কিত সব বিষয় পড়ানো হয়। তাই কলেজ পর্যায়ে পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যৌক্তিকতা নেই। তারা আরও দাবি করেন, এই স্বতন্ত্র বিভাগের পূর্ণাঙ্গ ভূমিকা নিশ্চিত করতে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি জরুরি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমন হাসান বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের বিভাগের পাঠ্যসূচি ও দক্ষতা অন্য যেকোনো শিক্ষা ক্যাডারভুক্ত বিভাগের সমপর্যায়ের। তাই আমাদেরও সমান সুযোগ প্রাপ্য।”এ সময় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। বিভাগীয় শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।