বিডীটেলিগ্রাফ ডেস্ক।
ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প একে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে তিনি কথা বলবেন। চূড়ান্ত চুক্তি তাদের সম্মতির ওপর নির্ভর করবে। তিনি জানান, বৈঠকে ‘ব্যাপক অগ্রগতি’ হলেও এখনো কোনো চুক্তি হয়নি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি আন্তরিকভাবে যুদ্ধ বন্ধে আগ্রহী এবং এ সংঘাতকে ‘ট্রাজেডি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যুদ্ধের মূল কারণ দূর করতে হবে, যদিও বিস্তারিত কিছু জানাননি।
পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তিপ্রক্রিয়ায় বাধা দেবেন না। পাশাপাশি, শুভ কামনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।