যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) থিসিসসহ মাস্টার্স করা শিক্ষার্থীদের ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে প্রতি মাসে একজন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার হাজার টাকা। শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষার্থীদেরকে গবেষণায় আরও উদ্বুদ্ধ করতে এবং যবিপ্রবিকে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রুপ দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।