দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলে রেসিং করতে গিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১৬ দাগ যাত্রীছাউনির নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সালিমপুর সরদারপাড়া গ্রামের নিপুল আলীর ছেলে নাহিন ইসলাম (২১) ও মথুরাপুর স্কুল পাড়াা এলাকার কোরবান আলীর ছেলে সিয়াম (২০)। তারা দুজনেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ।
ভেড়াামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, সিয়াম ও নাহিনসহ ১০-১২ জন মিলে কয়েকটি মোটরসাইকেলে ভেড়ামারা লালনশাহ সেতু এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে একই মোটরবাইকে থাকা এই দুজন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৬/৭ মোটর সাইকেল নিয়ে তারা রেসিং করছিল। এমন অবস্থায় একটি পিকআপ ভ্যানের একটি মোটর সাইকেল ধাক্কা খেয়ে মোটর সাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়। এসময় অন্যরা পালিয়ে যায় বলে তারা জানায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, পরিবারের থেকে কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।