বিডিটেলিগ্রাফ ডেস্ক।
কানাডায় এয়ার কানাডার কেবিন ক্রুরা সরকারের কাজে ফেরার নির্দেশ অমান্য করে ধর্মঘট অব্যাহত রেখেছেন। কম মজুরি ও বিনা বেতনের কাজের প্রতিবাদে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই)।
প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার শ্রম বোর্ডকে (সিআইআরবি) বাধ্যতামূলক সালিশের নির্দেশ দিলেও ইউনিয়ন এটিকে অসংবিধানিক আখ্যা দিয়ে আলোচনায় ফেরার দাবি জানিয়েছে।
ধর্মঘটের কারণে ইতিমধ্যে ৭০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ১ লাখের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এয়ার কানাডা জানিয়েছে, রোববার থেকে আংশিক ফ্লাইট চালু হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।