ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও স্থান দেওয়া হয়েছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান, জিএস পদে তানভির বারী হামিম এবং এজিএস পদে মনোনীত হয়েছেন তানভীর আল হাদী মায়েদ।
এছাড়া সম্পাদক পদে বিভিন্ন দায়িত্বে ১২ জন এবং সদস্য পদে ১৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল। সংগঠনের সভাপতি জানান, গত ১৫ জুলাই আহত ছাত্রী সানজিদা আহমেদ তন্বীর সম্মানার্থে পদটি খালি রাখা হয়েছে।