1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চান- জরিপ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :

যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চান- জরিপ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ মার্কিনি মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৩ শতাংশ এই ধারণার বিরোধিতা করেছেন, আর ৯ শতাংশ কোনো মতামত দেননি। দলীয় বিভাজনে দেখা যায়, ৭৮ শতাংশ ডেমোক্র্যাট স্বীকৃতিকে সমর্থন করলেও, রিপাবলিকানদের মধ্যে ৫৩ শতাংশ বিরোধিতা করেছেন।

এমন সময় জরিপটি প্রকাশ পেল, যখন কানাডা, ব্রিটেন ও ফ্রান্স সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, মার্কিন জনসমর্থন কমে যাওয়া ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল।

অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে বলছে, হামাস ত্রাণ চুরি করছে। হামাস এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

জরিপে আরও দেখা যায়, ৬৫ শতাংশ মার্কিনি চান যুক্তরাষ্ট্র গাজার অনাহার মোকাবিলায় পদক্ষেপ নিক, যদিও ২৮ শতাংশ এতে দ্বিমত প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews