বেনাপোল প্রতিনিধি।
চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোলে প্রবেশ করে।
আমদানিকারকরা জানিয়েছেন, এ উদ্যোগে দেশের বাজারে চালের দাম কমতে পারে। কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত দাম হ্রাসের সম্ভাবনা রয়েছে। এ সময় ভালো মানের চিকন চাল ৬৭ থেকে ৭০ টাকার মধ্যে এবং স্বর্ণা চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।
আমদানিকারক আব্দুস সামাদ বলেন, “আমরা আইপি পাওয়ার পর এলসি খুলে চাল আনতে শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে আরও চাল আমদানি বাড়বে।”
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, প্রথম দিনে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল চাল আমদানি হয়েছিল। এরপর বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি শুরু হলো।