বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া (১৫) এক মাস পর মারা গেছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর পর এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২০। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, এখনও ২২ জন ভর্তি রয়েছেন।
গত ২১ জুলাই উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ বহুজন নিহত হন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬।