শ্রীনগর সংবাদদাতা।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একদিনে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৃথক তিনটি ঘটনায় এ মরদেহ উদ্ধার করা হয়।
ষোলঘর ইউনিয়নের জোড়দীঘিরপাড় এলাকায় বাবার ছুরিকাঘাতে ছেলে আব্দুল আহাদ (৩৪) নিহত হন। পুলিশ জানিয়েছে, মাদকাসক্ত আহাদ বাবার কাছে টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করেন আবুল হোসেন। এ সময় ছেলে বাবাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে আত্মরক্ষার্থে বাবা পাল্টা ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বাবা আবুল হোসেনকে পুলিশ আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামে মামুন কাজী (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে, সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘোলঘর রেললাইনের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনারই তদন্ত চলছে।