দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মা নদীতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহনী নদীর এলাকায় অভিযান চালানো হয়। এতে প্রায় ১১৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০০০০ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী। উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, , ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
জব্দকৃত অবৈধ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।