নীলফামারী সংবাদদাতা।
নীলফামারীর ডোমারে ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মিনারা বেগম (৫৬) ও তার ছেলে জনি ইসলাম (২৫)। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী। তাদের কাছ থেকে ৪৭৮টি ট্যাপেন্টাডোল ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব, মানিকুল ইসলাম এবং এএসআই অজিত কুমার সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে এসআই শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মা-ছেলেকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।