বিশেষ প্রতিনিধি।
মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় শাহ আমানত এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বারইয়ারহাট ট্রাফিক পুলিশ চত্বর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। এ সময় বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদারসহ জোরারগঞ্জ থানা পুলিশ ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ চত্বর এলাকায় ফুটপাত দখল করে ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। এছাড়াও দোকানের বাহিরে ফুটপাত দখল করে চলাচলে বিঘ্নসহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও বারইয়ারহাট পৌরসভার প্রসাশক সোমাইয়া আক্তার বলেন, কিছু অসাধু ব্যববসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে। এতে সাধারণ মানুষের চলাচলের বিঘ্নসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা ড্রেজার দিয়ে ভাংচুর ও উচ্ছেদ করা হয়েছে।
এছাড়াও শাহ আমানত রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।