নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার মদন উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে প্রেরণ করে।
পুলিশ জানায়,সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬), পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরণ মিয়া (২৭), তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২), বৃ-বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮) ও মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মদন দক্ষিণ পাড়ার একটি ফিশারির ঘর থেকে ৪ জনকে ৪৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের আরেক কারবারিকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী অভিযান পরিচালনা করে পৃথক দুই অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠায়।