লক্ষ্মীপুর সংবাদদাতা ।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সদর উপজেলার শেখপুর গ্রামের দুজন এবং নওগাঁ জেলার তিনজন রয়েছেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, দুর্ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর বাসটি খাল থেকে তোলা হয়। নিখোঁজ কেউ রয়েছেন কিনা তা জানতে ডুবুরি দল কাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় মহাসড়কে যান চলাচল প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে এবং উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।