ডেস্ক নিউজ।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর বিক্ষোভকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন। সোমবার কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাদের বাড়িতে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মীকে বাড়ির ভেতর আটকে রেখে আগুন ধরিয়ে দিলে তিনি গুরুতর দগ্ধ হন। দ্রুত তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঘটনার সময় ওই বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন কি না তা জানা যায়নি। এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।