জাবি সংবাদদাতা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।
মাফরুহী সাত্তার অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও ত্রুটি থাকা সত্ত্বেও তার প্রস্তাব উপেক্ষা করে ভোট গণনা চালানো হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা ফলাফল প্রত্যাশা করলেও অভিযোগগুলো খতিয়ে না দেখে প্রক্রিয়াটি বিতর্কিত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনারের সভার সময় নামাজে গেলে ফেরার পর ভোট গণনা শুরু হয়। অভিযোগ নিরসনের আহ্বান জানালেও তা কার্যকর হয়নি। এ অবস্থায় দায়িত্ব পালন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।