পটুয়াখালী প্রতিনিধি।
কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক ইলিশ, যা নিলামে ৮ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি গত ৮ সেপ্টেম্বর জেলের জালে ওঠে এবং ১১ সেপ্টেম্বর আলীপুর মৎস্য আড়তে নিলামে তোলা হয়।
জেলে মাসুম বিল্লাহ জানান, মাছটি বাজারে আনার পর ক্রেতারা প্রতিযোগিতায় নামেন। অবশেষে কুয়াকাটা ফ্রেশ ফিশের মালিক পিএম মুসা ৩,৫৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। তিনি জানিয়েছেন, মাছটি গাজীপুরে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাসায় পাঠানো হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ ধরা পড়া এখন জেলেদের জন্য সুখবর, যা উপকূলীয় মাছ ধরার ইতিবাচক চিত্র তুলে ধরছে।