1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইবিতে ‘অ্যাগ্রি ভেঞ্চার: স্টুডেন্ট অ্যাগ্রো লিডারশিপ বুটক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আগুনে দগ্ধ স্বামীও ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ভাঙ্গায় প্রাণ গেল এক যাত্রীর ১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফলাফল রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা: অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২০ যাত্রীর ৩৬ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন মিরপুরে পোশাক কারখানায় আগুন; মৃত্যু বেড়ে ১৬ দাঁড়িপাল্লা ঝুলানো নিয়ে পঞ্চগড়ে বিএনপি–জামায়াত সংঘাত,থানা ঘেরাও কেউ ভাবেনি এমন কিছু সম্ভব- গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রতিক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে-বাদশাহ আবদুল্লাহ অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে  অস্ত্র ও গুলি উদ্ধার

ইবিতে ‘অ্যাগ্রি ভেঞ্চার: স্টুডেন্ট অ্যাগ্রো লিডারশিপ বুটক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কৃষি উদ্ভাবনে তরুণদের অনুপ্রেরণা, উদ্ভাবন, সমৃদ্ধকরণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ‘অ্যাগ্রি ভেঞ্চার: স্টুডেন্ট অ্যাগ্রো লিডারশিপ বুটক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস-এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনু হেনা মোস্তাফা জামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।অনুষ্ঠানে বক্তারা কৃষিতে যুগান্তকারী উদ্ভাবন, উচ্চতর গবেষণা, নতুন আবিষ্কার ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বৈশ্বিকভাবে কৃষিক্ষেত্রে গবেষণার মাধ্যমে নতুন দ্বার উন্মোচনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

উপ–উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বাস করছি। তবে প্রশ্ন থেকে যায়— আমরা এই বিপ্লবের কতটুকু ভোগ বা ব্যবহার করতে পারছি? এমনও হতে পারে, যেদিন আমরা এর পূর্ণ সুবিধা নিতে সক্ষম হব, সেদিন বিশ্ব হয়তো আরও এগিয়ে যাবে এবং নতুন কোনো শিল্পবিপ্লবের সুফল ভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিক্ষার্থী প্রজন্মই দেশকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি। স্বাধীনতার এত বছর পরেও আমরা এখনো বলতে পারি না যে, আমরা কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পেরেছি। এসব জায়গায় আরও মনোযোগী হয়ে কাজ করতে হবে।’

প্রসঙ্গত, আইএএএস ১৯৫৭ সালে তিউনিসিয়ায় মাত্র ৮টি দেশ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৫৬টি দেশে সংগঠনটির ১১ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আইএএএস’ ২০২১ সালে ক্যাম্পাসে যাত্রা শুরু করে। সংগঠনের সদস্যরা সরাসরি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, জরিপ, গবেষণা ও প্রশিক্ষণসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews