জাবি প্রতিনিধি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্যানেল সম্মিলিত জোটের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, যুগ্ম সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা— দুজনই ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থী।
নির্বাচনে অন্যান্য পদে জয়ী হয়েছেন তানভীর রহমান, হুসনি মোবারক, তৌহিদ হাসান, আহসান লাবিব, রাশেদুল ইসলাম, মাহাদী হাসান, নিগার সুলতানা, ফারহানা আকতার, রায়হান উদ্দীন, মহিবুল্লাহ শেখ ও জাহিদুল ইসলাম। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছয়জন শিক্ষার্থী।
এবারের নির্বাচনে ১১ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী, যার মধ্যে নারী ছিলেন ৬ জন। নির্বাচনে অংশ নেয় মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল।