1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মব সংস্কৃতি বিলোপে কুবি শিক্ষার্থীদের প্রতি প্রক্টোরিয়াল বডির আহ্বান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

মব সংস্কৃতি বিলোপে কুবি শিক্ষার্থীদের প্রতি প্রক্টোরিয়াল বডির আহ্বান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ জন খবরটি পড়েছেন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়ম শৃঙ্খলা অনুসরন করার মধ্য দিয়ে মব সংস্কৃতির বিলোপে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) প্রক্টোরিয়াল বডি। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ আর ৬ জন সহকারী প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে পাঁচটি জরুরি নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে গভীর রাতে কিংবা দাপ্তরিক সময়ের বাইরের বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃতীয় পক্ষের ইন্ধনে মব বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে।

এমতাবস্থায় প্রক্টরিয়াল বডি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে যে, শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে তারা যেন হল ও বিভাগে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার অনুসরণ করার মধ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করে এবং মব সংস্কৃতির বিলোপে তারা যেন সজাগ ও সচেতন থাকে।’

এ ছাড়াও‚ কনভোকেশন উপলক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকেল পাঁচটার পরে বহিরাগত লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটলে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাকেসহ সংশ্লিষ্টকে শোকজ প্রদান ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসাথে‚ বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপানোর প্রয়াসকে ষড়যন্ত্র বিবেচনা করা হবে এবং তা খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ মিললে প্রয়োজনীয় শান্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রভোস্ট কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পনের দিন অতিবাহিত হওয়ার পর কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত যেকোনো শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান না করার বিষয়ে হল-প্রশাসনের আশু দৃষ্টি আকর্ষণ করছে প্রক্টরিয়াল বডি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, সেহেতু যে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালনা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “সম্প্রতি গভীর রাতে এবং দাপ্তরিক সময়ের বাইরে কিছু অঘটনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে উল্লেখ করেছে প্রশাসন। শিক্ষার পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে এবং প্রশাসনকে সহায়তা করে। একই সঙ্গে মব সংস্কৃতির বিলোপে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews