লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকায় আগুন লাগার ঘটনায় ৬১ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত অন্তত ১৩ জন চিকিৎসা নিচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইওএম জানায়, নৌকাটি গত রোববার (১৪ সেপ্টেম্বর) সুদান থেকে যাত্রা শুরু করেছিল। এতে মোট ৭৪ জন শরণার্থী ছিলেন। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) লিবিয়া উপকূলের কাছে নৌকাটিতে আগুন ধরে গেলে তা ডুবে যায়। এ ঘটনায় মাত্র ১৩ জন জীবিত উদ্ধার হয়েছেন।
দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে। আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসীদের জন্য ভূমধ্যসাগর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত।
এর আগে, গত মাসে ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৬৮ জন প্রাণ হারিয়েছিলেন। আইওএমের পরিসংখ্যান অনুযায়ী, শুধু গত বছরেই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় অন্তত ২ হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।