ইসরাইলের গাজায় হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে হাজারো মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ড হাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।
বক্তারা বলেন, ইসরাইল প্রকাশ্যে গণহত্যা চালাচ্ছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নীরব থেকে ভণ্ডামি করছে। তারা বিশ্বনেতাদের দ্রুত গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
এদিকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, ইসরাইলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে এবং প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।