ফ্রান্সজুড়ে অর্থনৈতিক কড়াকড়ির বিরুদ্ধে কয়েক লাখ মানুষ বিক্ষোভে নেমেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আন্দোলনে শিক্ষক, রেলকর্মী, হাসপাতাল কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। তাদের দাবি, জনসেবায় ব্যয় বাড়ানো, বাজেট কাটছাঁট বন্ধ করা এবং অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা।
প্যারিসসহ বিভিন্ন শহরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং লিয়ঁতে কয়েকজন আহত হন। দেশজুড়ে নিরাপত্তায় মোতায়েন ছিল প্রায় ৮০ হাজার পুলিশ, আটক করা হয় অন্তত ১৪০ জনকে। ইউনিয়ন নেতারা সতর্ক করেছেন, সরকার অনড় থাকলে আন্দোলন আরও তীব্র হবে।