জয়পুরহাট প্রতিনিধি।
জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি অবস্থায় ১০ বছরের শিশু তাসনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শালবন গ্রামের একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করলেও মূল অভিযুক্তরা এখনো পলাতক। হত্যাকাণ্ডে শালবন গ্রামে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।