বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামী রবিবার থেকে এ স্বীকৃতি কার্যকর হবে। এর মাধ্যমে ইউরোপের দেশটিতে প্রায় ১৫ বছরের বিতর্কের সমাপ্তি ঘটল।
প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য একই ঘোষণা দেয়।
জাতিসংঘে শুক্রবারের ভোটে পর্তুগালসহ ১৪৫ দেশ সমর্থন দিয়েছে যাতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইউএনজিএতে বক্তব্য রাখতে পারেন। বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ পাঁচ দেশ।
গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইউরোপের আরও কয়েকটি দেশ আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।