ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য- কানাডা ও অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদেও এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাজ্য জানিয়েছিল, ২১ সেপ্টেম্বর তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।
বিশ্লেষকরা বলছেন, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতির পথকে আরও দৃঢ় করবে।