কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে ৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করার পর এক পল্লী বিদ্যুৎ কর্মীকেলক্ষ্য করে গুলি করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বিদ্যুৎ গ্রাহকের ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এ হামলা করে। এসময়, পরপর ২ রাউন্ড গুলি করা হয়। গুলি দুইটি লক্ষ্যভ্রষ্ট হলে গুলি আর না থাকায় পরে লাইনম্যান সোহাগ (৩৫) কে ধরে অস্ত্রের বাটদিয়ে আঘাত করলে গুরুতর রক্তাক্ত ও অজ্ঞান হয়ে লাইনম্যান মাটিতে পড়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।
খবর পেয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত লাইনম্যান সোহাগ মিয়াকে সেখান থেকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লীবিদ্যুৎ এর অধীনে হিসাব নং-১০৬/২০৩০, শ্রেণী-আবাসিক মিটারে জুন-জুলাই-আগষ্ট-সেপ্টেম্বর চার মাস বিদ্যুৎ বিল বকেয়া ছিলো। বিল পরিশোধ করার জন্য বার বার তাকে জানানো হয়। পল্লীবিদ্যুত কর্মীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য গ্রাহকের বাড়ীতে যায়। গ্রাহক জানায় বিদ্যুৎ বিল পরিশোধ করবো না। তখন নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দিলে লাইনম্যান সোহাগ ও রাহুলের উপর চওড়া হয় রহিম। ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে পরপর ২ রাউন্ড গুলি করে। তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এবং গুলি আর না থাকায় পরে লাইনম্যান সোহাগ মিয়া কে ধরে বেধড়ক মারপিট ও অস্ত্রের বাট দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। লাইনম্যান মার খেয়ে অজ্ঞান হলে স্থানীয় লোকজন অফিসে খবর দেয়।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম জানান, জেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেন হিসাব নং-১০৬/২০৩০, তার ৪ মাস বিল বকেয়া থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বলা এবং আলোচনা সাপেক্ষে লাইন বিচ্ছেদ করলে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে আমার লাইনম্যানদের অন্যায়ভাবে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি ও পরে বেধড়ক মারপিট এবং আগ্নিয়াস্ত্র’র বাটদিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এই ঘটনায় দােষী ব্যক্তি আব্দুর রহিমকে দৃষ্টান্তমুলক আইনগতভাবে শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।
বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করা ও গুলি করার কারণে ভেড়ামারা জোনাল অফিসের এজিএম মোঃ আকরাম হোসেন ভেড়ামারা থানায় আব্দুর রহিমকে আসামী করে মামলা দায়ের করেছেন।