ডেস্ক নিউজ।
প্রতীকী মবসন্ত্রাসী-ছিনতাইকারী-ধর্ষক-খুনীদের কুশপুত্তলিকা দাহ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫ কি পেলো বাংলাদেশ? স্লোগানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-সন্ত্রাস-ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপের দাবিতে জনপ্রস্তাব সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
এসময় এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নির্ধারণ প্রস্তাব খাদ্য উপদেষ্টা, দুর্নীতি-খুন-সন্ত্রাস-ধর্ষণরোধে করণীয় বিষয়ক প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টা, দারিদ্র-বেকারত্ব দূর করার প্রস্তাব অর্থ উপদেষ্টা এবং সুপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষাকে পণ্য না করে যেন সবার জন্য শিক্ষা ও শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়, সেই প্রস্তাব শিক্ষা উপদেষ্টার বরাবর উপস্থাপন করেন তিনি। মোমিন মেহেদী এসময় বলেন, নতুনধারার রাজনীতিকগণ ক্ষমতার নয় জনতার রাজনীতি করে। যে কারণে কোনো জোট-মহাজোট-যুগপৎ-এলায়েন্স বা মোর্চায় যুক্ত হয়নি, হবেও না নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধি- দেশপ্রেমিকদের রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি। কেননা, কোনো এলায়েন্সই জনতার পক্ষে নয়; তারা ক্ষমতায় আসবার বা থাকবার রাজনীতি করে।
‘চালের দাম ভর্তুকি ৪০ টাকা করো’ ‘সরকারি অর্থায়নে চিকিৎসাসেবা উন্নত করো’ ‘দ্রব্যমূল্য স্থিতিশীল ও পর্যবেক্ষণ কমিশন গঠন করো’ ‘মবসন্ত্রাস-চাঁদাবাজী-ছিনতাই-দখল প্রতিরোধে নো- বেইল চালু করে অপরাধীদের সর্বনিন্ম ৫ বছরের সাজা কার্যকর করো’ ‘ঝরে পরা রোধে সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করো’সহ ১৭ টি প্রস্তাব করা হয় জনপ্রস্তাব সমাবেশে। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, আফতাব মন্ডল, সালমান শেখ, মো. হাফিজ, ঝুমুর রাণী, নূরজাহান বেগম, মো. কোরবান আলী প্রমুখ।
জনপ্রস্তাব সমাবেশে আইন-শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র, চিকিৎসাসেবা উন্নত না করে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ায় স্বাস্থ্য, দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হওয়ায় খাদ্য ও বেকারত্ব বৃদ্ধি হওয়ার প্রতিবাদে যুব ও ক্রীড়া উপদেষ্টার কুষপুত্তলিকা দাহ করেন নতুনধারার নেতৃবৃন্দ।