মনিরামপুর প্রতিনিধি।
যশোরের মণিরামপুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তৃপ্তি মণ্ডল (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী অবনীশ মণ্ডলের অভিযোগ, প্রতিবেশী শংকর মণ্ডল (৫৫) দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং টাকা-পয়সা লেনদেন নিয়েও দ্বন্দ্ব চলছিল।
স্থানীয় সূত্র জানায়, তৃপ্তি মণ্ডল মাঠে ঘাস কাটার সময় শংকর মণ্ডল তাকে এলোপাতাড়ি কোপান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বাবলুর রহমান খান বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।