ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের আসন ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে দেওয়া বক্তব্যে তিনি এই অভিহ্ত মন্তব্য করেন; সূত্র হিসেবে এই প্রতিশ্রুতি এনডিটিভি প্রতিবেদনে উল্লেখ করেছে।
দ্বিবেদী আরও বলেন, ‘অপারেশন সিঁদুর ১.০’-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে, পরবর্তীতে তেমন সংযম আর দেখানো হবে না। তার এই মন্তব্যকে নিরাপত্তা ও কূটনীতিক প্রেক্ষাপটে কীভাবে নেওয়া হচ্ছে তা নিয়ে জাতীয় আলোচনার সূত্রপাত হয়েছে।
এর আগের দিন (২ অক্টোবর) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে আরো তীব্র বার্তা ছিলেন — তিনি সতর্ক করেন, যদি পাকিস্তান স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে ‘এমন জবাব’ দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল উভয়কেই বদলে দিতে পারে।
উল্লেখ্য, উল্লিখিত বক্তব্যগুলোতে সরাসরি কোনো নতুন অভিযান বা কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা করা হয়নি; তা প্রেক্ষিতে প্রতিরক্ষা কর্তৃপক্ষ ও বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নজরে রাখার বিষয় হবে।