বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা পোস্টার নিয়ে শুরু হওয়া বিতর্কে উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরেলি বিভাগে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
গত ৯ সেপ্টেম্বর কানপুরে ২৪ জনের বিরুদ্ধে “আই লাভ মুহাম্মদ” লেখা বোর্ড টানানোর অভিযোগে মামলা দায়ের হলে বিষয়টি নিয়ে বিরোধ শুরু হয়। এরপর এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি সমালোচনা করে বলেন, দেশে যেখানে ‘আই লাভ মোদি’ বলা যায়, সেখানে কেন ‘আই লাভ মুহাম্মদ’ বলা যাবে না।
২৬ সেপ্টেম্বর বেরিলিতে এ নিয়ে এক প্রতিবাদ কর্মসূচি বাতিল হলে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। জুমার নামাজের পর এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি সামাল দিতে বরেলি, শাহজাহানপুর, পিলিভিট ও বুদাউন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড ও এসএমএস পরিষেবা স্থগিত রাখা হয়েছে।