বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জর্জিয়ায় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সংঘর্ষে। শনিবার (৪ অক্টোবর) রাজধানী তিবলিসিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, পিপার স্প্রে ও লাঠিচার্জ ব্যবহার করে। তবে বিক্ষুব্ধরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। আগাম নিরাপত্তা প্রস্তুতির কারণে শেষ পর্যন্ত প্রাসাদ রক্ষা পায়।
রবিবার (৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা এবং গত বছরের সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। বিরোধী দলগুলো দাবি করছে, শাসক দল ‘জর্জিয়ান ড্রিম’ অনিয়মের মাধ্যমে নির্বাচনে জয় পেয়েছে।
শনিবারের বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। তারা তিবলিসির প্রধান সড়ক অবরোধ করে সরকারবিরোধী স্লোগান তোলে এবং হাতে জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা বহন করে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলমান অস্থিরতা দেশটির প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করেছে। সরকারি বিভিন্ন দপ্তর কার্যত অচল হয়ে পড়েছে।