বিডিটেলিগ্রাফ ডেস্ক ।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে রোববার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব গড়ে তুলতে এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বর্তমানে এনটিআরসিএর মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ হয়ে থাকে। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে এতদিন নিয়োগ দিতেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি। এসব নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ থাকায় সরকার এবার নীতিগত পরিবর্তন আনছে।
এরই মধ্যে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের কর্মচারী নিয়োগেও নতুন নিয়ম চালু হয়েছে। এখন জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের সুপারিশ করবে। নতুন কমিটিতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকতে পারবেন না।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রস্তাব বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার।