1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে বাস চাপায় শিক্ষক নিহত,ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে পোশাক কারখানায় আগুন; মৃত্যু বেড়ে ১৬ দাঁড়িপাল্লা ঝুলানো নিয়ে পঞ্চগড়ে বিএনপি–জামায়াত সংঘাত,থানা ঘেরাও কেউ ভাবেনি এমন কিছু সম্ভব- গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রতিক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে-বাদশাহ আবদুল্লাহ অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে  অস্ত্র ও গুলি উদ্ধার পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না : সাবেক চেয়ারম্যান হযরত দেবহাটার এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ বিএনপির মহাসচিবের সাথে সাতক্ষীরা জেলার মনোনয় প্রত্যাশীদের সাক্ষাৎ শ্যামনগর হসপিটালে দুদকের জালে ধরা ৭ দালাল চুয়াডাঙ্গায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

বাগেরহাটে বাস চাপায় শিক্ষক নিহত,ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জ দৈবজ্ঞহাটি বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান (৩৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিঙ্গড়িয়া নামক স্থানে দোলা পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয়রা জানান, আসাদুজ্জামান বাগেরহাট থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাবার পথে রাস্তার পাশে তার নিজের মোটরসাইকেল থামিয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। ওই সময় মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী দোলা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৮৬৯০ নং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে (রং সাইডে) গিয়ে আসাদুজ্জামানকে চাপা দেয়।

দুর্ঘটনার পর বেলা ৯ টা থেকে দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মোরেলগঞ্জ থানার ওসি মতলুবর রহমান ও মোরেলগঞ্জ অস্থায়ী সেনাক্যাম্পের একটি টহল দল সেখানে রয়েছে।

নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। এক বছর এক মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, প্রতিদিনের মত মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। বাসের চাপায় গুরুত্বর আহত হলে, আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালি হাইওয়ে থানার র‌্যাকার খবর দেওয়া হয়েছে। র‌্যাকার আসলে খাঁদ থেকে সরিয়ে থানায় নেওয়া হবে। যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘটনার পরেই বাস চালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews