বিডিটেলিগ্রাফ ডেস্ক।
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ ও স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মান জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
শুক্রবার এক ঘোষণায় কমিটি জানায়, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছেন মাচাদো। তার সাহসী ভূমিকা ও জনআন্দোলনের নেতৃত্ব দেশটিতে গণতন্ত্রের নতুন সম্ভাবনা তৈরি করেছে।
এই বছর শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮ জন প্রার্থীর নাম নিবন্ধিত হয়, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা ছিল।
১৯০১ সাল থেকে এ পর্যন্ত মোট ১১৫ বার শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। ইতিহাসে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি তিনবার এই পুরস্কার পেয়েছে, আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দফতর দুইবার।
এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’-এর গবেষণার জন্য। পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হয়েছে জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট ও জন মার্টিনিসকে। রসায়নে যৌথভাবে পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমার এম ইয়াগি, আর সাহিত্যে নোবেল পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
প্রথা অনুযায়ী প্রতি বছর ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার, ডিপ্লোমা ও ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা তুলে দেওয়া হবে।