দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা‘র লিফলেট বিতরণ ও গণসংযোগকালে পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রাথী শরীফ উদ্দিন জুয়েল একথা বলেন।
শুক্রবার বিকালে আদাবাড়িয়া ইউনিয়নে গড়ুরা ও আদাবাড়িয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চলাকালে আদাবাড়িয়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। শরীফ উদ্দিন জুয়েল বলেন, আগামী দিনে দৌলতপুরের মানুষ দীর্ঘদিনের পরিবারতন্ত্রের পরিবর্তন চাচ্ছে। প্রতিকুল আবহাওয়ার মধ্যেও হাজার হাজার মানুষের উপস্থিতি তাই বলে
দেয়। দৌলতপুর বিএনপি কোন ব্যাক্তি গোষ্ঠির কাছে দায়বদ্ধ নয়। তাই আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মত জনগণের পাশে দাড়িয়েছি, জনমানুষের জন্য কাজ করে জনগণের আস্থা অর্জনের কাজ করে যাচ্ছি। তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা, আমরা প্রতিযোগীতামুলক রাজনীতি করি।
এ পথসভায় আরো বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, স্থানীয় বিএনপি নেতা সাইনুল ইসলাম, যুবদল নেতা আব্দুস সালেক ও রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।