বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের শেলহারবার বিমানবন্দরে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে লেক ইলাওয়ারা এলাকার এই দুর্ঘটনায় উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি রানওয়েতে পড়ে আগুন ধরে যায়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ওলোনগং থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি রাজ্যের মধ্য-পশ্চিমাঞ্চলীয় বাথার্স্টের উদ্দেশে যাচ্ছিল।
লেক ইলাওয়ারা পুলিশ এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর পরিদর্শক অ্যান্ড্রু বারবার জানান, দুর্ঘটনার সময় স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে প্রশিক্ষণ নিচ্ছিল, ফলে তারা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। তবে জ্বালানি দাহ্য হওয়ায় যাত্রীদের কেউই বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।