রংপুর প্রতিনিধি।
নির্বাচন কমিশন দলীয় প্রতীক বরাদ্দের আগেই রংপুরের পীরগঞ্জ-রংপুর-৬ আসনে ‘শাপলা’ প্রতীকে পোস্টার সাঁটিয়ে সমর্থন ও দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
এনসিপি এখনো নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো প্রতীক বরাদ্দ না পেলেও তাকিয়া জাহানের পোস্টারে স্পষ্টভাবে শাপলা প্রতীক ব্যবহার করা হয়েছে। পোস্টারে লেখা আছে, “২৪-রংপুর-৬ পীরগঞ্জ আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী (শাপলা মার্কা) তাকিয়া জাহান চৌধুরী আপনাদের সবার সমর্থন ও দোয়া প্রার্থী।”
তাকিয়া জাহান দাবি করেছেন, “পোস্টারগুলো প্রতীক বিতর্ক শুরুর আগে ছাপানো হয়েছিল। ভুলক্রমে এগুলো সাঁটানো হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তাকিয়া জাহানের ছবি ও শাপলা প্রতীক সম্বলিত পোস্টার দেখা গেছে। এনসিপির অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, তাকিয়া জাহান এখনো আনুষ্ঠানিকভাবে দলের সদস্য নন, তবে তিনি দলের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং মনোনয়ন প্রত্যাশা করছেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব বলেন, “তাকিয়া জাহান আমাদের একজন সমর্থক। অনেকেই মনোনয়ন প্রত্যাশা থেকে প্রচারণা চালাচ্ছেন। মানুষ এখন এনসিপি মানেই শাপলা ধরে নিচ্ছে, তাই আমরা কাউকে কঠোরভাবে নিষেধও করতে পারছি না।”
উল্লেখ্য, তাকিয়া জাহান এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।