দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা‘র লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রাথী
শরীফ উদ্দিন জুয়েল ।
রোববার বিকালে উপজেলার হোগলবাড়ীয়া ও মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। গণসংযোগকালে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমি দৌলতপুরের ২১৬টি গ্রাম এমনকি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে একটি কথায় শুনতে পাচ্ছি আগামী দিনে দৌলতপুরের মানুষ শান্তি চায়, পরিবর্তন চায়। সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত, পেশীশক্তি ও মাস্তানীমুক্ত দৌলতপুর গড়ার লক্ষ্যে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ৩১ দফা‘র বিষয়ে জানাতে আপনাদের দুয়ারে এসেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গঠন করা হবে।
এ পথসভায় আরো বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি‘র প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার,বিএনপি নেতা আলাউদ্দিন বাদল, মনিরুজ্জামান মুনতাজ, কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু, যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমসহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।