নেত্রকোণা প্রতিনিধি।
পিআর সহ পাঁচ দফা দাবিতে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা জামায়াত।
রবিবার (১২ অক্টোবর) জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিসের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের আগে প্রায় তিন শতাধিক নেতাকর্মীর একটি মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াত।
জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি শতভাগ আছে। তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোসরদের নিষিদ্ধ করতে হবে।লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসাইন সাইফুল, জেলা বায়তুল মাল সেক্রেটারী মো. নিজাম উদ্দিন, আটপাড়া-কেন্দুয়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী,কলমাকান্দা- দুর্গাপুর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসিম, জামাতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, জেলা তারবিয়াহ সেক্রেটারি বদরুল আমিন, জেলা অফিস সেক্রেটারি এস এম আল আমিন, পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা অলি উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।