গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ কেউই ভাবেনি এমন কিছু সম্ভব হবে।”
ইসরায়েল ও মিসর সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরছে কি না—জানতে চাইলে ট্রাম্প বলেন, “অনেকে এক-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে, আবার কেউ দুই-রাষ্ট্রীয় সমাধান চান। এখনো তা দেখা বাকি।” তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকেন।
এর আগে, মিসরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ট্রাম্পসহ ২০টি দেশের প্রতিনিধি গাজা-সংক্রান্ত একটি শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির লক্ষ্য, গাজায় চলমান সহিংসতা প্রশমিত করে স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করা।
ওয়াশিংটনে ফেরার পথে গাজার ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি বলতে পারি না কী ঘটবে। তবে যেই দায়িত্বে থাকুক না কেন, তার পক্ষে আমি লড়াই করব।”
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি লেখেন, “আজ ইসরায়েল ও মিসরে অসাধারণ কিছু সম্পন্ন হয়েছে। অনেক কাজ হয়েছে, কিন্তু আমি অন্য কোনোভাবে এটি পেতে চাই না। এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা।”