চবি প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ১৪টিসহ মোট ৪০টি ভোট দেবেন।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে আলাদা ভোটকেন্দ্র রাখা হয়েছে। নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য ৪১৫ জন এবং হল সংসদের ১৪টি ইউনিটে ৪৭৩ জন প্রার্থী রয়েছেন।
মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। এর মধ্যে ১৬ হাজার ১৮৯ জন পুরুষ ও ১১ হাজার ৩২৯ জন নারী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে প্রায় ১,৭০০ সদস্যের নিরাপত্তা বাহিনী। পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট এতে অংশ নিচ্ছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বহিরাগতদের প্রবেশে থাকবে কড়া নজরদারি।
এদিকে ভোট উপলক্ষে আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ভোট ও গণনা প্রক্রিয়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে শাটল ট্রেনের দুটি ট্রিপ ও ১৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চাকসু শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও অধিকার রক্ষার অন্যতম সংগঠন। সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন। দীর্ঘ বিরতির পর এবার নতুন নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।