1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৬ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১৬ অক্টোবর প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফলাফল রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা: অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২০ যাত্রীর ৩৬ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন মিরপুরে পোশাক কারখানায় আগুন; মৃত্যু বেড়ে ১৬ দাঁড়িপাল্লা ঝুলানো নিয়ে পঞ্চগড়ে বিএনপি–জামায়াত সংঘাত,থানা ঘেরাও কেউ ভাবেনি এমন কিছু সম্ভব- গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রতিক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে-বাদশাহ আবদুল্লাহ অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে  অস্ত্র ও গুলি উদ্ধার পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না : সাবেক চেয়ারম্যান হযরত দেবহাটার এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণ

৩৬ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩ জন খবরটি পড়েছেন

চবি প্রতিনিধি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ১৪টিসহ মোট ৪০টি ভোট দেবেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনে আলাদা ভোটকেন্দ্র রাখা হয়েছে। নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য ৪১৫ জন এবং হল সংসদের ১৪টি ইউনিটে ৪৭৩ জন প্রার্থী রয়েছেন।

মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। এর মধ্যে ১৬ হাজার ১৮৯ জন পুরুষ ও ১১ হাজার ৩২৯ জন নারী। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে প্রায় ১,৭০০ সদস্যের নিরাপত্তা বাহিনী। পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী, বিএনসিসি ও রোভার স্কাউট এতে অংশ নিচ্ছে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বহিরাগতদের প্রবেশে থাকবে কড়া নজরদারি।

এদিকে ভোট উপলক্ষে আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ভোট ও গণনা প্রক্রিয়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে শাটল ট্রেনের দুটি ট্রিপ ও ১৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চাকসু শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও অধিকার রক্ষার অন্যতম সংগঠন। সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন। দীর্ঘ বিরতির পর এবার নতুন নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews