বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে ভবনের সভা কক্ষে সভার আয়োজন করে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ
সাবেরুল হক সাবু।
বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা
দক্ষিণের যুব দলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, বাঘারপাড়া বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, বাঘারপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, অভয়নগর পৌর শাখার সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।
এসময় বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং পৌর শাখার সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ উপস্থিত ছিলেন।