1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুব ও নারীরা ছাত্রশিবিরে আস্থা রেখেছে, জাতি তার প্রতিচ্ছবি দেখবে-ডা. শফিকুর রহমান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

যুব ও নারীরা ছাত্রশিবিরে আস্থা রেখেছে, জাতি তার প্রতিচ্ছবি দেখবে-ডা. শফিকুর রহমান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫ জন খবরটি পড়েছেন

জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যুব ও নারী সমাজ ইসলামকে দৃঢ়ভাবে ধারণ করছে এবং ঢাকসু, জাকসু ও চাকসুতে ছাত্রশিবির তাদের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে — এর প্রতিচ্ছবি আগামীতে জাতি দেখতে পাবে। বৃহস্পতিবার মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ৯১ শতাংশ মুসলমানের দেশে মায়ের মর্যাদা ঘরে-বাইরে বজায় নেই; তাই জামায়াত কোরআন ও রাসূলের জীবনমুখী শিক্ষার ভিত্তিতে মায়ের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি জানান, “রাষ্ট্র গঠনে পুরুষদের পাশাপাশি মহিলারাও বাস্তব প্রয়োজনে এবং যোগ্যতার ভিত্তিতে অংশ নেবে।”

তিনি আরও বলেন, দলের কাজ অন্যের ইমান বা ধর্মবিশ্বাস বিচার করা নয়; বাংলাদেশিরা—যে ধর্ম বা অঞ্চল থেকেই হোক—সম্মান ও অধিকার পাবে এবং যোগ্য ব্যক্তিকেই দেশের দায়িত্ব দেওয়া হবে, তিনি ওই ব্যক্তি আমাদের দলের সদস্য নাও হতে পারেন।

অর্থনীতি ও দুর্নীতির প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতি ভাঙাচোরা ও দুর্নীতিগ্রস্ত; দুর্নীতির বিরুদ্ধে সব স্তরে লড়াই করবেন তারা এবং যোগ্য সেবকদের হাতে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করা হবে। তিনি বলেছেন, শাসকরা জনগণের কাছে তাদের ত্রুটি স্বীকার করবে এবং নিজেরা জনগণের বোঝা বহন করতে সক্ষম কিনা তা বিবেচনা করবে।

জামায়াতের অঙ্গীকার হিসেবে তিনি শিক্ষাব্যবস্থা উন্নয়ন, দুর্নীতিমুক্ত করা এবং প্রত্যেক নাগরিককে ন্যায্য অধিকার প্রদান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “যেখানে যুব সমাজ সিদ্ধান্ত নেয় এবং নারীরা এগিয়ে আসে, সেই সমাজ ও জাতি কখনো অপরিবর্তিত থাকবে না।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews