তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যেই সীমান্তে ফের সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রবিবার পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার ও শনিবার কুর্রাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলার দুর্গম সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। এতে ২৫ জন জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের সেনা সদর দপ্তর জানায়, এই অনুপ্রবেশের চেষ্টা আফগান সরকারের সন্ত্রাসবিরোধী প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি কাবুলে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটারসহ অন্তত আটজন নিহত হন। এরপর সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা পরবর্তীতে দোহা আলোচনার মেয়াদ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগেই ফের হামলা চালায় পাকিস্তান।
এ অবস্থায় তুরস্কে দুই দেশের প্রতিনিধি দল শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিচ্ছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেন, “যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে বাধ্য হবে।”