জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য
বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় সাংস্কৃতিকধারার সদস্য শিল্পী ও কবি বশির উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ২৮ অক্টোবর সকালে নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
কবি বশির উদ্দিন ১৯৫১ সালের ১ জুলাই ঢাকা জেলার নওয়াবগঞ্জের দিঘিরপাড় এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে কবি বশির ব্যাংকার ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ‘ছোটবেলার গল্পগুলো’ ২০২৫ সালের বইমেলায় প্রকাশ করে সাউন্ডবাংলা। তাঁর মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা কবি সাইফুল ইসলাম চৌধুরী, পৃষ্টপোষক কথাশিল্পী শান্তা ফারজানা, সদস্য কবি নূরজাহান নীরা, মনির জামান প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, নিঃসন্দেহে কবি বশির ছিলেন দেশ-মানুষ মাটির জন্য নিবেদিত লেখক-কবি এবং সমাজসেবি। তাঁর এই চলে যাওয়া সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে নিবিড় ক্ষতি তৈরি করেছে। মহান আল্লাহ তা’য়ালার কাছে তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি।