এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেডের আগ্রাবাদ শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। ২ নভেম্বর আগ্রাবাদের ফ্রক্স টাওয়ারে শাখাটির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শফিউজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শোয়েব, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুল কবির, চট্টগ্রাম ইউনিট অফিসের প্রধান সৈয়দ মো. সোহেল, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো. জুবায়ের সাদিক এবং এসআইবিএল সিকিউরিটিজ আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো. দিদারুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা।