1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে হরিণ শিকারিদের আক্রমণে বন কর্মকর্তা আহত, গ্রেফতার ৩ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

সুন্দরবনে হরিণ শিকারিদের আক্রমণে বন কর্মকর্তা আহত, গ্রেফতার ৩

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা অঞ্চলে হরিণ শিকারিদের আক্রমণে সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন।

সোমবার (৩ নবেম্বর) দুপুরে আলোরকোল এলাকার ডিমেরচর স্থানীয় এ ঘটনাটি ঘটে। ওই হামলার পর বন বিভাগ তিনজন শিকারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শিকারিরা হলেন- বাগেরহাটের রাফি হাসান (২৬), রামপালের শাহিদ মল্লিক (২৮) এবং আলামিন আকুঞ্জি (২৭)। এ ঘটনার সময় শিকারিদের ব্যবহৃত একটি ফাঁদ এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, রাস উৎসবের সময় কিছু শিকারি হিন্দু তীর্থযাত্রীর ছদ্মবেশ ধারণ করে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের চেষ্টা করছিল। রানা দেব বনরক্ষীদের নিয়ে অভিযান পরিচালনা করার সময় শিকারিরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়, যাতে তিনি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য দুবলার শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আহত বন কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত তিন ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তার ওপর হামলা ও হরিণ শিকারের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। এছাড়া পালিয়ে যাওয়া শিকারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews